ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় ২ যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় ২ যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর কালিগঞ্জ তৈলঘাট এলাকার একটি ডক ইয়ার্ড থেকে একজনের এবং একই এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, ডক ইয়ার্ড থেকে উদ্ধার করা মরদেহের পরনে ছিল চেক লুঙ্গি ও শার্ট। তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। অন্যদিকে, নদী থেকে উদ্ধার করা মরদেহটি চার/পাঁচদিনের পুরনো। মরদেহের পেটে ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেগুলো কিসের আঘাত তা বোঝা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার বাংলানিউজকে বলেন, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।