সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের বিডিএস মিলনায়তনে ‘স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার দল ও নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি জনগণকে উঠে দাঁড়াতে হবে, তাদের সচেতন হতে হবে।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের সুইজারল্যান্ড অ্যাম্বাসি, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং বিএনডিএন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/এএটি