ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন  কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন

ঢাকা: কোটা সংস্কার কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক হিসবে গ্রহণ করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা দেন আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন।  

তিনি বলেন, আমরা কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছি।

তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এ সময় তিনি সরকার চাইলে ৩য় ও ৪র্থ গ্রেডে কোটা সংস্কার করতে পারে বলে মন্তব্য করেন।

যুগ্ম-আহ্বায়ক ফারুক খান বলেন, ছাত্রসমাজ ফাইল চালাচালিতে আস্থা রাখতে পারছে না। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি পূরণ হলে  পড়ার টেবিলে ফিরবো।

তিন দফা দাবিগুলো হলো- পাঁচ দফার ভিত্তিতে কোটার সংস্কার, মামলা প্রত্যাহার ও হামলার বিচার।

এ সময় তিনি মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।