প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ সেপ্টেম্বর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও মুক্তিযোদ্ধা এবিএম আব্দুস সামাদ মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
ঐতিহাসিক আগরতলা মামলার ৮ নম্বর আসামি আব্দুস সামাদ গত ৯ সেপ্টেম্বর রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লোগো উন্মোচন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকের আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নামে যে আমাদের একটি নতুন প্রতিষ্ঠান হচ্ছে, সেই কর্তৃপক্ষের লোগো উন্মোচন করেন।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমআইএইচ/ওএইচ/