ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় শিশুসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় শিশুসহ আটক ২ দুই জনকে আটক করেছে বিজিবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় শিশুসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে বিজিবি। আটকরা হলেন- বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বেতাগী গ্রামের নিতাই চন্দ্র ঘোষের ছেলে আশিষ কুমার ছোটন (২২) ও ভারতের কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার ঘোষপাড়া গ্রামের শংকর ঘোষের ছেলে প্রদীপ ঘোষ (১৪)।

 

সোমবার (১৭ সেপ্টেম্বর) দিয়াডাঙ্গা সীমান্ত ফাড়ীর সুবেদার মনছুর আহমেদ বাদী হয়ে আশিষ কুমার ছোটনের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা করেছেন।  

অন্য দিকে ভারতীয় প্রদীপ ঘোষের বয়স ১৪ বছর হওয়ায় তাকে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন দিয়াডাঙ্গা সীমান্ত ফাড়ীর সুবেদার মনছুর আহমেদ।
   
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এফইএস/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।