ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নড়িয়ার ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
নড়িয়ার ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে

জাতীয় সংসদ ভবন থেকে: নদী ভাঙনরোধে কোনো প্রকল্প নিতে জরিপের কারণে দেরি হয়ে যায় বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। তবে শরীয়তপুরের নড়িয়ার নদী ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, নদী ভাঙনরোধে কোনো প্রকল্প নিতে হলে পানির নিচে জরিপ করতে সময় লেগে যায়। উপর থেকে কিছু বোঝা যায় না।

এ কারণে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হয়ে যায়।

সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী লিটনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এ কথা বলেন।  

নজরুল ইসলাম বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম অন্যান্য মন্ত্রণালয় থেকে একটু আলাদা। টেকনিক্যাল কিছু সমস্যা আছে। এ কারণে অনেক সময় প্রকল্পের কাজ শুরুর আগে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তবে নড়িয়ায় নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে ৭/৮ কোটি টাকার কাজ হয়েছে। আরও ১২শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অতি দ্রুত কাজগুলো করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।