সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কুমারপাড়া ভাটি গ্রামে এ ঘটনা ঘটে।
হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম আবুল হোসেন বাংলানিউজকে জানান, কুমারপাড়া ভাটি গ্রামের ছোলজার হোসেনের ছেলে মিজানুর রহমান ও নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন নিজ নিজ বাড়িতে বিদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ ঘটনায় আফরোজা বেগম (২৮) নামের এক নারী গুরুতর আহত হন। তাকেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এফইএস/ওএইচ/