জাতীয় সংসদ ভবন থেকে: ২০১৪ ও ২০১৫ সালের জ্বালাও-পোড়াও ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যেসব মামলার তদন্ত এখনো হয়নি তা দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তদন্ত কাজ শেষ হলেই মামলাগুলোর বিচার শুরু হবে বলেও জানান তিনি।
সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ২০১৪ ও ২০১৫ সালে জ্বালাও-পোড়াও ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাগুলোর যেসব মামলার চার্জশিট হয়েছে তার কিছু মামলার বিচার শেষ হয়েছে এবং আসামিদের শাস্তি হয়েছে।
বাকি মামলাগুলোর মধ্যে কিছু মামলার এখনও তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট কোর্টে না এলে বিচার হবে না, সেজন্য দেরি হচ্ছে। তবে যাতে দ্রুত মামলাগুলোর তদন্ত কাজ শেষ হয় এবং চার্জশিট দেওয়া হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসকে/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।