বাহার উদ্দিন কানাইঘাট উপহেলার ইয়ারোকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেল উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলী ইটভাটার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬শ’ পিস ইয়াবাসহ বাহারকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫(৯)২০১৮)।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনইউ/ওএইচ/