সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবেদুল ওই উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ করিবাজ পাড়া এলাকার মৃত ঢেপা মোহাম্মদের ছেলে।
এর আগে, এদিন সকালে ওই গৃহবধূর স্বামী হামিদুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় আবেদুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
হামিদুল অভিযোগ করে বলেন, তার স্ত্রী রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী আবেদুল হকের বাড়িতে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আবেদুল তাকে ধর্ষণ করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআরএস