সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত সদর, গাংনী ও মজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জিআর, সিআর, নিয়মিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জাহিদুল হক বাংলানিউজকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এনটি