ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

গাজীপুর: গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ৩৩ হাজার কেবি ভোল্টের লাইনে কাজ করার সময় মার্শাল হিরু টিটু (৩৫) এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

মার্শাল হিরু টিটু গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কোনাবাড়ি জোনাল অফিসে কর্মরত ছিলেন।

টিটু ফরিদপুরের মধুখালী থানার লক্ষিনারায়ণপুর এলাকার সেকান্দার আলীর ছেলে।

পল্লীবিদ্যুৎ অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোনাবাড়ি জোনাল অফিস থেকে কড্ডা এলাকায় ৩৩ হাজার কেবি ভোল্টের লাইনে কাজ করতে যায় মার্শাল হিরু টিটু। কাজের এক ফাকে টিটু ওই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দনি আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে মার্শাল হিরু টিটুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।