মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি ও সিঙ্গাইর সড়ক থেকে ওই দুই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রহিম সাভারের ডেকো এক্সেসরিজ লিমিটেড কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে হেমায়েতপুর-সিংগাইর সড়কে রাস্তা পার হওয়ার সময় আব্দুর রহিমকে চাপা দেয় বেপরোয়া গতির একটি লেগুনা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়িতে ভাড়া বাড়ি থেকে পারভীন আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, মঙ্গলবার সকালে পারভীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। বিষয়টি থানায় জানালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এএইচ