মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামপুর বাজার থেকে তাকে আটক করা হয়। কামাল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বাংলানিউজকে জানান, শার্শা উপজেলার রামপুর বাজারে অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ওয়ান শুটার ও এক রাউন্ড গুলিসহ কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানা হয়েছে বলেও জানান ওসি মোশারেফ।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এজেডএইচ/আরআইএস/