ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্র-গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
শার্শায় অস্ত্র-গুলিসহ আটক ১ পুলিশ হেফাজতে অস্ত্র ব্যবসায়ী কামাল। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে কামাল হোসেন (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামপুর বাজার থেকে তাকে আটক করা হয়। কামাল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বাংলানিউজকে জানান, শার্শা উপজেলার রামপুর বাজারে অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ওয়ান শুটার ও এক রাউন্ড গুলিসহ কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানা হয়েছে বলেও জানান ওসি মোশারেফ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।