মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বাংলানিউজকে জানান, সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার ভালুকা উপজেলার সিড স্টোর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শফিকুলকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমএএএম/আরআইএস/