মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনোয়ারা ওই উপজেলার গণেশপুর গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন একটি চারতলা ভবনে অন্যান্য শ্রমিকের সঙ্গে কাজ করছিলেন মনোয়ারা। এ সময় অসাবধানতায় ভবনের ছাদ থেকে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসআরএস