ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে মাদক-কাপড়সহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বাঞ্ছারামপুরে মাদক-কাপড়সহ আটক ২ বিয়ার, মদ ও থ্রি-পিসসহ আটক ব্যক্তিরা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১ হাজার ৩৫০ ক্যান বিয়ার, ১০ বোতল বিদেশি মদ ও ৩১ পিস চোরাই থ্রি-পিসসহ ২ মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এতথ্য জানান।

এর আগে সোমবার (১৭ সেপ্টেম্বর) গভীররাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

এরা হলেন, ওই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সুমন রহমান (২২) তার সহযোগী আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব ইসলাম বাবু (২৩)।

রফিউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকার বিসমিল্লা ওয়ার্কসপের মালিক মালি হায়দারের টিনসেড গোডাউনের ভেতরে অভিযান চালিয়ে মদ, বিয়ার, চোরাই থ্রি-পিসসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।