মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় আটক দুই নারীকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- ভোলার মৌলভীর হাটের জয়া গ্রামের আল আমিনের স্ত্রী নেহা (২৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীর পদুয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী বিলকিস বেগম (২০)।
এছাড়া আটক দুই সহযোগী হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যার পূর্ব মরিচ্যা গ্রামের মৃত মকবুল আহমদ চৌধুরীর ছেলে জয়নাল আবেদীন (৪১) ও আহমদ রশিদের ছেলে দিদার মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার আবুল কালাম সাঈদুজ্জামান বাংলানিউজকে বলেন, আটক চারজন নভোএয়ার বিকিউ ৯৩২ এর যাত্রী। তাদের চারটি টিকিট একসঙ্গে করা।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সহযোগী জানিয়েছেন, ওই দুই নারীর সঙ্গে তাদের পরিচয় একটি রেস্তোরাঁয়। পরে তারা একসঙ্গে ঢাকায় যাওয়ার জন্য প্লেনের টিকিট সংগ্রহ করেন।
কক্সবাজার সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, দুই নারীর সঙ্গে ইয়াবা পাওয়া গেছে। কিন্তু ওই দুই যুবকের সঙ্গে ইয়াবা ছিল না। একই প্লেনের যাত্রী এবং সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০, সেপ্টেম্বর ১৮, ২০১৮
টিটি/টিএ