মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ইব্রাহীম টেক্সটাইল মিলের এফবি ট্রেডার্স তুলার গোডাউনে আগুন লাগে।
পরে খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইব্রাহীম টেক্সটাইল মিলের এডমিন চিফ আফজাল হোসেন বলেন, আমরা গোডাউনটি এফবি ট্রেডার্সের রতন সাহেবের কাছে ভাড়া দিয়েছি। এখানে কয়েক কোটি টাকার তুলা রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আমাদের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন ডাম্পিং চলছে, ক্ষয়ক্ষতি ও সূত্রপাত পরে জানানো যাবে।
** সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে আগুন
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরবি/