মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভুট্টু ওরফে হিরু উপজেলা অলোয়া ইউনিয়নের অলোয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।
অলোয়া ইউপি সদস্য সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, অলোয়া গ্রামে শাহিনুর আলম বিল্টুর নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন ভুট্টু। দুপুরে লোহার রডের সঙ্গে লেগে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ভুট্টু ও তার সহকারী খালেক। দুইজনকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ভুট্টুকে মৃত ঘোষণা করেন। পরে খালেককে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরএ