মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সভায় পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, শিক্ষার্থীদের কোনো ধরনের আপরাধের সাথে জড়ানো যাবে না।
সভায় বিশেষ অতিথি ছিলেন আরএমপি বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমির জাফর। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান।
সভায় ট্রাফিক সচেতনতা, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে আইন মেনে চলার ব্যাপারে শিক্ষার্থীরা শপথবাক্য পাঠ করেন।
ট্রাফিক সচেতনতায় এর আগে রাজশাহী কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সনয়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসএস/এমজেএফ