মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতিবিরোধী স্লোগান স্বম্বলিত খাতা, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা অন্য ক্যাডার থেকে লোক নিয়ে এবং নিজস্ব লোকবল দিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
আমিনুল ইসলাম বলেন, সরকার মাদক ও দুর্নীতি বন্ধে কাজ করছে। মাদক বড় দুর্নীতি। মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা গ্রামাঞ্চলে থাকেন, তাদের দুর্নীতি ছোট আর যারা ঢাকায় থাকেন, তাদের দুর্নীতি বড়। তবে দুটোই অপরাধ। কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাব্বি মিয়া, উপজেলা চেয়ারম্যান শাহজাহান, দুদকের পরিচালক আনোয়ার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
টিএ