মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওই উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর ওই গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে গোয়াল ঘর পরিষ্কার করছিলেন জাহাঙ্গীর। এ সময় তিনি পানির জন্য বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করতে সুইচ অন করতে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামীম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসআরএস