ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর প্রামাণিক ওরফে মন্টু (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওই উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর ওই গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে গোয়াল ঘর পরিষ্কার করছিলেন জাহাঙ্গীর। এ সময় তিনি পানির জন্য বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করতে সুইচ অন করতে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামীম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।