মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক যুগ্ম জেলা জজ মো. নুরুজ্জামান সরকার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার পশ্চিম ভেংরী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ অক্টোবর র্যাব-৫ এর একটি দল আব্দুর রাজ্জাকের বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এসময় রাজ্জাকের ঘরের ভেতরে থাকা একটি বাক্স থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি সাটারগান উদ্ধার করে।
এ ব্যাপারে মামলা হলে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে পাঠানো হলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক মো. নুরুজ্জামান সরকার এ আদেশ দেন।
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুন নাহার এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অস্ত্র মামলার দু’টি ধারায় আসামি আব্দুর রাজ্জাককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরএ