ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে প্রতারণা করায় এক ব্যক্তির অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
চাঁদপুরে প্রতারণা করায় এক ব্যক্তির অর্থদণ্ড দণ্ডপ্রাপ্ত ব্যক্তি

চাঁদপুর: চাঁদপুর শহরের অবৈধ বিদ্যুৎ সংযোগ কাজে সহযোগিতা ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে প্রতারণা করার অপরাধে দেলোয়ার হাওলাদার নামে ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালত কুমিল্লা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান।

অভিযুক্ত দেলোয়ার চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দেলোয়ার এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের অবৈধ সংযোগ দিয়ে সহযোগিতা করেছেন এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে নগদ টাকা নিয়েছেন। এমন অভিযোগে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুরের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন বাদী হয়ে বিদ্যুৎ আদালত কুমিল্লায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ তাকে আটক করে আদালতে হাজির করেন। এরপর আদালত ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, দেলোয়ারের বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে তিনটি মামলা রয়েছে। একটির রায় হলেও বাকিগুলো চলমান রয়েছে। রায় হওয়া মামলায় তিনি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এ ধরনের কাজ আর কখনো করবেন না মর্মে অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।