তিনি অগ্রণী ব্যাংকের শিবচর বরহামগঞ্জ শাখায় কর্মরত।
শিবচর থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো শিবচর বাজারস্থ অগ্রণী ব্যাংক বরহামগঞ্জ শাখায় চলে আসেন ব্যাংক কর্মকর্তা আশরাফ মিয়া।
এ সুযোগে দুপুরের কোনো এক সময় ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২২ হাজার টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক আশরাফ মিয়া জানান, যেহেতু তার বাড়িটি পাকা ভবন এ কারণে তার নিকটাত্মীয়রা তাদের স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখে। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে প্রায় ৩০ ভরি তাদের নিকটাত্মীয়দের।
বিকেলে বাসায় এসে দরজার তালা ভাঙা দেখে ঘরের ভেতরে ঢুকে আলমারির তালা ও অন্যান্য আসবাবপত্র ভাঙা দেখতে পান।
এসময় পাশের বাসার লোকজনকে ও শিবচর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবচর থানার ওসি ও পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফাঁকা ঘর পেয়ে দুপুরের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরএ