মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদকের পরিচালক ড. কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে দুদক টিম।
ড. কাজী শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযানকালে আমরা হোটেল থেকে কিছু গুরুত্বপূর্ণ দলিল, কাগজপত্র ও নথি জব্দ করেছি।
তিনি বলেন, আমরা মূলত তার সম্পদের হিসাব ও হিসাব বহির্ভূত সম্পদের খোঁজ নিতে হোটেল সারিনায় গিয়েছিলাম।
এদিকে, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, বিএনপি নেতা আমির খসরুর অবৈধ সম্পদের অনুসন্ধানে সকাল ১০টা থেকে আমাদের একটি টিম হোটেল সারিনায় অভিযান চালায়। হিসাব বহির্ভূত বিপুল সম্পদের মালিক আমির খসরু মাহমুদ চৌধুরী প্রাথমিকভাবে এমন অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে অভিযান চালায় দুদক।
** খসরুর অবৈধ সম্পদের খোঁজে হোটেল সারিনায় দুদক
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরএম/আরবি/