ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২০) এক তরুণের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়িখোলা ফকিরবাড়ি এলাকার ঢাকা-চট্রগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান, আড়িখোলা ফকিরবাড়ি এলাকায় ঢাকা-চট্রগ্রাম রেললাইন পার হওয়ার সময় ট্রেনের কাটা পড়ে ওই তরুণ।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে নীল-সাদা টাউজার ও হলুদ চেক ফুলহাতা শার্ট রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮ 
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।