জেলার বিশেষ শাখার ইন্সপেক্টর মিন্টু রহমান বাংলানিটউজকে জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক জেএমবি সদস্য, জামায়াতের তিন কর্মীসহ ৩২ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৩শ’ গ্রাম গানপাউডার, ৫শ’ বোতল ফেনসিডিলসহ গাঁজা ও হেরোইন জব্দ করা হয়।
এছাড়াও মোটরযান আইনে অভিযান চালিয়ে ৭৭ জনকে আটক করে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আরএ