ধারণা করা হচ্ছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অল্প কয়েক দিনের ব্যবধানে এসএমপিতে এমন রদবদল।
এরইমধ্যে বদলির আদেশ যারা পেলেন, তারা হলেন- সিলেট কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন, শাহপরান (র.) থানার ওসি আখতার হোসেন, একই থানার ওসি (তদন্ত) গিয়াস উদ্দিন, এয়ারপোর্ট থানার ওসি গৌসুল হোসেন, এসএমপি সদর দফতরের ওসি মোরছালিন ও নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জিএম হামিদুর রহমান।
এসএমপি পুলিশ সদর দফতর সূত্র জানায়, ওসি মোশাররফকে রেলওয়ে পুলিশে, আখতার হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, গৌসুল হোসেনকে টাঙ্গাইল জেলায়, গিয়াস উদ্দিনকে নৌ-পুলিশে, মোরছালিনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং হামিদুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
সূত্র বলছে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষে ছিলেন এসব কর্মকর্তারা। ক্ষমতাসীন প্রার্থীর পক্ষে কর্মতৎপরতা দেখাতে গিয়ে বিএনপির বিরুদ্ধে মামলাও করেছিলেন তারা। সেসব মামলায় জনপ্রিয়তা ক্ষমতাসীন প্রার্থীর বিপক্ষে যাওয়াতে তাদের ভূমিকা নিয়ে পরে প্রশ্ন দেখা দেয়। এজন্য বিএনপিপন্থি অফিসার হিসেবে তকমা লাগিয়ে শাস্তির খড়গ হিসেবে তাদের বদলি করা হয়েছে। এমনটি স্বীকার করেছেন সংশ্লিষ্টরা কর্মকর্তারাও।
এ কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সিলেট-১ আসন টার্গেট করে সেসব কর্মকর্তাদের বদলি করা হচ্ছে বলেও সূত্র নিশ্চিত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শাহ পরান (র.) থানার ওসির বদলির আদেশের আগে কোতোয়ালি ও শাহপরান থানার ওসির (তদন্ত) বদলির নির্দেশনা এসেছে। অন্যদের আদেশ এখনও এসে পৌঁছায়নি। খুব দ্রুতই তারা এখান থেকে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, বদলির বিষয়টি অভ্যন্তরীণ হতে পারে। এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনইউ/টিএ