ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে কোটি টাকার হেরোইনসহ দুই মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
সাভারে কোটি টাকার হেরোইনসহ দুই মাদকবিক্রেতা আটক

ঢাকা (সাভার): সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের (৯০০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার বরদেশী নতুন পাম্পের পাশে টেম্পো স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।  

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হযরত আলীর ছেলে নবাব (৩৩), একই থানার মৃত মঞ্জু মিয়ার ছেলে শফিক (৩৪)।

 

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বুধবার ভোরে আমিনবাজার এলাকায় অভিযানে নবাব ও শফিক নামে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ থেকে কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে আমিনবাজার এলাকায় মাদক বিক্রি করেন। তারা দু’জন ভারত থেকে হেরোইন এনে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকার ডিলারদের কাছে বিক্রি করতেন।  

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।