বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোর এবং সকাল সাড়ে সাতটার দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত অটোরিকশার মালিক শাহাদাত বেপারী জানান, বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে গ্যাস নেওয়ার জন্য পদুয়া রাস্তার মাথায় যাচ্ছিল সবুজ।
চৌদ্দগ্রাম থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল জানান, দুর্ঘটনার বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি।
অপরদিকে, ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার টাইম স্কয়ার হোটেলের সামনে একটি গাড়ি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৫০) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আরএ