বুধবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব খন্দকার কামাল উদ্দীন সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সচিবালয়ে শারদীয় দুর্গোৎসব সম্পর্কিত আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
খন্দকার কামাল উদ্দিন বলেন, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে কড়া নজরদারি করবে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। ৩০ হাজারের বেশি পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবে ১ লাখ ৭০ হাজার আনসার সদস্য।
‘রাজধানীতে চলাচলকারী মোটরসাইকেলেও থাকবে বাড়তি নজরদারি। গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও কড়া নজরদারি থাকবে। ’
তিনি বলেন, পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে কেন্দ্রীয় মনিটরিং কমিটির। এছাড়া বিসর্জনের দিন শুক্রবার হওয়ায় ওইদিন দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মণ্ডপগুলোতে ঢাক-ঢোল বাজানো বন্ধ রাখতে রাজি হয়েছে পূজা উদযাপন কমিটি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আরএম/এমএ/