বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোরপাই ও কালাকচুয়া এলাকা থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ মরদেহ দু’টি মরদেহ করে।
নিহতদের মধ্যে আবু সেলিম নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামগামী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক সেলিম ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে সকাল ৭টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় গাড়ি থেকে পড়ে বা গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
আরবি/