বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামতাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার (১৬ সেপ্টেম্বর) নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি খোরশেদ।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কামতাল কবরস্থানের পাশেই জঙ্গলে অজ্ঞাতপরিচয় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ বৃদ্ধের নাতনি শিমু তার দাদার মরদেহ শনাক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
আরবি/