বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে জিআর মামলায় ৮, সিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৩ এবং নিয়মিত মামলার আসামি রয়েছে ৪ জন।
এদের মধ্যে গাংনী থানা পুলিশ নয়জন, সদর থানা পুলিশ দু’জন ও মুজিবনগর থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
এএসপি সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআরএস