ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১৫

মেহেরপুর: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারদের মধ্যে জিআর মামলায় ৮, সিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৩ এবং নিয়মিত মামলার আসামি রয়েছে ৪ জন।

 

এদের মধ্যে গাংনী থানা পুলিশ নয়জন, সদর থানা পুলিশ দু’জন ও মুজিবনগর থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।  

এএসপি সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।