বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মনোহরদী পৌর মেয়রের সহায়তায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সরাইকান্দী গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো।
>>আরও পড়ুন...প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
এরপর নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বখাটে মফিজুলকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেন। পরে মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন বখাটে মফিজুলের অবস্থানের সংবাদ পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে রাতে পৌর মেয়রকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে অভিযান চালিয়ে মফিজুলকে গ্রেফতার করা হয়।
মনোহরদী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি