বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জগদীশ দেবের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাচ্ছিলো। এ সময় ট্রেনটির সামনে দিয়ে রেললাইন পার হওয়া সময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআরএস