বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ইমরান দৌলতপুর তেকালা পূর্বপাড়া এলাকার ইয়ার আলীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ব্যাঙ্গগাড়ী মাঠ মোড়ে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
দৌলতপুর থানায় তার নামে অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
জিপি