বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা হচ্ছেন পুলিশের আরেক হাত।
এ সময় হবিগঞ্জে ইভটিজিং এবং বেপরোয়া যানবাহন চলাচলে পুলিশের কঠোর ভূমিকায় অবস্থান করবে বলেও জানান নবাগত এই পুলিশ সুপার।
মতবিনিময় সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, বর্তমান সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি শামীম আহছান, ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি