কালিকাপুর সড়কপাড়া এলাকার সবুজ হোসেনের মেয়ে। সে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিলো।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সুরাইয়া আচার খেতে লেগে গলায় একটি বরইয়ের আঁটি আটকে যায়। অনেক চেষ্টা করে পরিবারের লোকজন গলা থেকে আঁটি বের করতে না পেরে সুরাইয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমবিএইচ/ওএইচ/