নিহতরা হলেন- ওহেদুজ্জামান (৩০) ও রাহাতুজ্জামান (২৫)। নিহতদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বাংলানিউজকে জানান, নিহতরা খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের আগে একটি অ্যাম্বুলেন্সও একই দিকে যাচ্ছিলো।
এ সময় বিপরীত দিক থেকে আসা রোডে কাজ করা একটি ট্রাকের সঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ছিটকে মোটরসাইকেলের ওপর পড়ে। ঘটনাস্থানেই মোটরসাইকেল আরোহী দুইভাইয়ের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্য আহত হয়েছেন।
নিহতরা খুলনা থেকে তাদের তালায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমআরএম/এমএ