সোমবার (০১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌজিমেরদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিব ওই ইউনিয়নের আলী হোসেন সিকদারপাড়া এলাকার মৃত আশরাফুজ্জামানের ছেলে।
স্থানীয় বাসিন্দা কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল হক জানান, সকালে মৌজিমেরদ্বীপ এলাকায় বাঁকখালী নদীর তীরে সবজি খেতে কাজ করতে যান হাবিব। দুপুরে বাড়িতে দুপুরের খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজে গেলে মরদেহ দেখতে পান।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসআরএস