সোমবার (০১ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআই’র অনুমোদন না থাকায় এবং ভেজাল জুস, চকলেট, লিচু তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম জানান, সানারপাড় এলাকায় এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে সম্পূর্ণ ভেজাল জুস এবং শিশুদের চকলেট ইত্যাদি তৈরি করে বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিক এমএ ওয়াজেদ এবং জলিলকে ৬ লাখ টাকা জরিমানাসহ ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কারখানার সংশ্লিষ্ট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
জেডএস