সোমবার সন্ধ্যায় (০১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ২টায় কুয়েত থেকে আসা ফ্লাইট থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকার বেশি।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। ফলে কুয়েত থেকে আসা যাত্রী ৪ নং ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দা দল তার পাসপোর্ট দেখতে চান। এরপর যাত্রী তার পাসপোর্ট রেখেই ভিড়ের মধ্যে পালিয়ে যান।
এছাড়াও ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া যায়। অন্যদিকে একইদিনে সৌদি এয়ারলাইনসে আসা বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া যায়।
সবগুলো লাগেজ স্ক্যান করে খুলে ৬৬০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট পাওয়া যায়।
জব্দ সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এমএফআই/জেডএস