ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতেই হবে: ধর্মমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতেই হবে: ধর্মমন্ত্রী সভায় ধর্মমন্ত্রী মতিউর রহমান, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনো ভাবেই বিনষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

তিনি বলেন, ময়মনসিংহের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে দেশজুড়ে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ উৎসব পালন করে।

এই রেওয়াজ দীর্ঘদিনের। তাই আসন্ন শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

সোমবার (০১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ বিভাগের পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, আনসার বিডিবি’র পরিচালক আমজাদ হোসেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন, শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজিম, নেত্রকোণা জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।