তিনি বলেন, ময়মনসিংহের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে দেশজুড়ে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ উৎসব পালন করে।
সোমবার (০১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ বিভাগের পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, আনসার বিডিবি’র পরিচালক আমজাদ হোসেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন, শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজিম, নেত্রকোণা জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এমএএএম/টিএ