তিনি বলেন, তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে সংবাদ পরিবেশনের একটা ভালো পরিবেশ থাকা দরকার। সাংবাদিকদের ভালো পরিবেশ সৃষ্টি করে দেওয়া আমাদের দায়িত্ব।
সোমবার (১ অক্টোবর) বিকেল ৫টায় কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সাংবাদিকরা এ উন্নয়নের তথ্য প্রকাশ করে বলেই সবাই সে তথ্য জানতে পারে। তাই সাংবাদিকদের অবস্থা পরিবর্তনের দায়িত্ব আমাদেরই নিতে হবে।
এসময় প্রতিমন্ত্রী কেরানীগঞ্জ প্রেসক্লাবের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রায়হান খান, জিনজিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাকুর হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য এন আই আহমেদ সৈকত, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর, প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম, সালাহউদ্দীন মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসআই