ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মালবাহী ট্রাক পুকুরে পড়ে হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
কুমিল্লায় মালবাহী ট্রাক পুকুরে পড়ে হেলপার নিহত নিহতের স্বজনদের আহাজারি

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রড ও ইটবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে নেয়াজ আলী (২০) নামে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন।

সোমবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের তালুকদার পাড়ায় কুমিল্লা-মিরপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নেয়াজ আলী ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণপাড়া গ্রামের মোনাফ সরদারের বাড়ির খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ চান্দলা বাজারের দক্ষিণে তালুকদার পাড়ায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে একটি ট্রাক পার্কিং করে বালু ভর্তি করছিল। এ সময় ইট-রড বোঝাই একটি ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে রাস্তার পাশের আব্দুল খালেক ডিলারের পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় ট্রাক চালকসহ আরো ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু ট্রাকে থাকা শ্রমিক নেয়াজ আলী রডে চাপা পড়ে পানির নিচে ডুবে যান। ৪০ মিনিট চেষ্টার পর ট্রাক ও রড সরিয়ে নেয়াজ আলীকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, এ ঘটনায় অবৈধ পার্কিং করা ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।