সোমবার (০১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রঞ্জনা সরাইলের পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের গণেশ দাসের মেয়ে।
সরাইল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নুরুল হক বাংলানিউজকে জানান, রোববার (৩০ সেপ্টোম্বর) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ানোর জন্য বের হন রঞ্জনা। পরে প্রাইভেট পড়ানো শেষে রঞ্জনা নৌকায় করে স্থানীয় বেমালিয়া নদীতে ঘুরতে গিয়ে নদীতে পড়ে ডুবে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রঞ্জনা।
সোমবার সন্ধ্যায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসআরএস