ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সৈকত হোসেন নামে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১ অক্টোবর) দুপুরে ফতুল্লার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বিকাশকর্মী সৈকতের অভিযোগ, দুপুরে তিনি ফতুল্লার শাসনগাঁয়ের ভাঙ্গা ক্লাব সংলগ্ন জাহাঙ্গীর স্টোরের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা পাঁচ যুবক তার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি চিৎকার করলে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে তারা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দুর্বৃত্তরা তার বাম হাতে ছুরিকাঘাত করে কাছে থাকা ২ লাখ ৪৮ হাজার টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।  

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল বাংলানিউজকে জানান, ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ অক্টোবর ০১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।